আমার প্রানপ্রিয় বন্ধুদের যে কথা না জানালেই নয়
আমার প্রানপ্রিয় সকল বন্ধুদের জানাই শীতের উষ্ণ শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মনে প্রানে কামনা করি তোমরা পৃথিবীর যে প্রান্তেই থাকো সূস্থ্য থেকো ভাল থেকো সবসময়।
আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মূলতঃ গ্রামের মানুষ। ব্লগে ও ফেসবুকে লেখা পাঠানো আমার এক মাস হলো। আমি কখনই ভাবি নাই যে,আমার মত গ্রামের কলেজ শিক্ষকের লেখা তোমাদের মত উচ্চ শিক্ষিত ও উন্নত রাষ্ট্রের মানুষ তথা আমার বন্ধুরা পড়বে। এ জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। বর্তমানে ব্লগ আমার জীবন ফেসবুক আমার প্রান আর দেশ-বিদেশের বন্ধুরা হল আমার নিঃশ্বাস।
নিঃশ্বাস ছাড়া প্রান যেমন অচল তেমনি প্রান ছাড়া জীবনও অচল।
যাক এবার মুল প্রসঙ্গে আসি, ছোট বেলা হতে আমি লেখালেখির সাথে জড়িত। শিক্ষকতা পেশায় নিয়োজিত হবার পর সাবজেক্টটিভ বিষয়ে পড়াশুনার পাশাপাশি বিভিন্ন বিষয় জানতে ও লিখতে আরও অনুপ্রেরনা যোগায়। মূলতঃ যে কোন বিষয়ে লেখালেখি আমাকে আনন্দ দেয়। সেই হতে আমি প্রতিনিয়ত বাংলাদেশের জাতীয় দৈনিকে লেখা পাঠাই মূলতঃ পত্রিকায় কাজ করি। এটা সত্যি যে,কম্পিউটারের অন্যান্য কাজ জানলেও ব্লগ ও ফেসবুকে আমি একেবারে নবীন। খুব বেশি কিছু জানি না। প্রতিনিয়ত শিখছি। আমার ছোট বেলার প্রানপ্রিয় বন্ধু এবং আমার লেখার নিয়মিত পাঠক ও ভক্ত মাহাফুজ ওয়াহিদ আমাকে এক প্রকার জোর করেই ব্লগ ও ফেসবুকের ব্যবহার শেখায়। এ জন্য আমার বন্ধু আইটি স্যারকে জানাই প্রানঢালা শুভেচ্ছা।
এখন ভাবি, আমার বন্ধু মাহাফুজ ওয়াহিদ যদি আমাকে কম্পিউটারে ব্লগ ও ফেসবুকের ব্যবহার এক সঙ্গে না শেখাতো তা হলে আমি পৃথিবীর অন্যান্য ভাল বন্ধুদের সাথে পরিচিত হতে পারতাম না। এ জন্য মাহাফুজ ওয়াহিদকে জানাই আবারও আমার হৃদয় নিংড়ানো ভালবাসা। সে আমাকে পৃথিবীর বিভিন্ন দেশের ভাল ও প্রকৃত বন্ধুদের সাথে পরিচিত হবার সূযোগ করে দিয়েছে। তা না হলে তোমাদের মত বিখ্যাত আর আমার মত গ্রামের এক অখ্যাত কলেজ শিক্ষকের কোন দিনই পরিচয় হতো না।
আগেও বলেছি ব্লগ ও ফেসবুকে আমার বয়স ১ মাস। ধীরে ধীরে আমি শিখছি। ভুল-ক্রুটি আমার হতে পারে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে তোমরা দেখবে,এটাই প্রত্যাশা করি।
বর্তমানে তোমাদের আমি বন্ধু হিসেবে পেয়ে ধন্য ও গর্বিত। আমার মতো অখ্যাত মানুষের লেখা তোমরা পড়ো এবং সময় দাও এ জন্য তোমাদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। সত্যিই বলছি,আমি তোমাদের ভীষন ভালবাসি। মৃত্যুর পূর্ব-মূহুর্ত পর্যন্ত যেন আমি তোমাদের ভালবাসতে পারি। এটাই আমার চাওয়া।
এত কিছু অর্জনের মাঝেও আমার এক বন্ধুর জন্য মন খারাপ হয়,কারন আমার একটুখানি সময় না দেয়ার জন্য আমার ওই ভাল বন্ধুটি আমার সাথে আর যোগাযোগ করে না। আমার ওই বন্ধুর নাম মারিয়েনা ফারাজিকা। ভাকারেনি সিটিতে বাস করে। ওই বন্ধুর উদেশ্যে বলছি,আমি ব্লগ ও ফেসবুকে নতুন। হঠাৎ করে কি লিখতে হবে কি করতে হবে মাঝে মাঝে বুঝতে পারি না ? তাই তোমাদের মুল্যবান সময় যাতে নষ্ট না হয় এ জন্য কেটে দেই নতুবা ধন্যবাদ লিখে শেষ করি। কেউ যদি আমার সাথে এরকম করতো আমারও খারাপ লাগতো,তোমারও খারাপ লাগাটা স্বাভাবিক। এ জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। পারলে ক্ষমা কর। আমার কথাগুলো জানার পর হয়তঃ তুমি আমাকে ক্ষমা করবে। আমি তোমাদের সকলেরই ভাল বন্ধু,শুভাকাঙ্খি,আত্মার মানুষ হয়ে মরতে চাই। পৃথিবীর সকল প্রানপ্রিয় বন্ধুদের আমার বাংলাদেশে আসার আমন্ত্রন জানাচ্ছি। তোমরা আমার দেশ এলে আমি খুব খুশি হব। যে কেউ আমার বাংলাদেশে বেড়াতে আসার আগ্রহ করলে আমাকে যদি আগে জানিয়ে দাও,তাহলে আমি অবশ্যই ঢাকা আর্ন্তজাতিক বিমানবন্দর হতে আমার বাড়িতে নিয়ে আসবো।
তোমাদের সাথে আমার এমন ভাল বন্ধুত্ব দেখে আমার কলেজের প্রিন্সিপাল স্যার বিমলেন্দু সরকার এবং আমার কলেজের শিক্ষার্থীরা ভালবাসা স্বরুপ তোমাদের জন্য দুইটি ছবি তোমাদের দিয়েছে, আমি ছবি দুটি তোমাদের জন্য পাঠালাম।
পৃথিবীর সকল বন্ধুদের আমি আবারও জানাই আমার হৃদয় নিংড়ানো ভালবাসা। তোমরা সবাই ভাল থেকো,সূস্থ্য থেকো সবসময়।
কামরুজ্জামান মুক্তা
বদরগঞ্জ,রংপুর
তারিখ-১৩ জানুয়ারি/১৭
মোবাইল-০১৭১৭৮৫০৯৬৪
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন